মোঃসরওয়ার হোসেন, গোলাপগঞ্জ প্রতিনিধি ::
কারবালা ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় কারবালার শিক্ষা হলো অন্যায়ের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়ানোর শিক্ষা।ইয়াযীদ বাহিনী বিজয় লাভ করলেও সে বিজয় ছিল ক্ষণস্থায়ী।কারবালার হৃদয় বিদারক ঘটনা থেকে তালামীযে ইসলামিয়ার কর্মীদের শিক্ষা নিতে হবে যে,কখনও অন্যায়ের কাছে মাথা নত করা যাবেনা। আজ বড়ই আফসোস হয় যখন দেখি কিছু কিছু মুসলমান নামদারীরা ইয়াযিদ বন্দনায় বিভূর শুহাদায়ে কারবালা অথবা কারবালার তাৎপর্য শীর্ষক সেমিনার আয়োজনের মাধ্যমে এদের সমূচিত জবাব দিতে হবে আর এই কাজটিই করে যাচ্ছে আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলা (রঃ) এর হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া।তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখা কর্তৃক শুহাদায়ে কারবালা: মুসলমানদের শিক্ষা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
১১আগষ্ট ২০২২ইং বৃহস্পতিবার দুপুর ০২ ঘটিকার সময় গোলাপগঞ্জ লক্ষণাবন্দস্থ লক্ষণাবন্দ হাফিজিয়া ফুরক্বানিয়া মাদ্রাসা কনফারেন্স হলে তালামীযে ইসলামিয়া গোলাপগঞ্জ উপজেলা উত্তর সভাপতি গুলজার আহমদ খান জামী’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: রেদওয়ান হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন লক্ষণাবন্দ হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হযরত মাওলানা হাফিজ আব্দুল আজিজ সাহেব।অনুষ্টানে প্রধান বক্তৃার বক্তব্য রাখেন সিলেট পূর্ব জেলার সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছিত আল-হাসান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিসেট পূর্ব জেলার সহ-অফিস সম্পাদক ফয়জুল ইসলাম।
অন্যানদের মধ্যে আরও উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা উত্তর শাখার সহ-সভাপতি জাহিদুর রহমান, নাজির আহমদ, সাংগঠনিক সম্পাদক এহিয়া খান বাদশা, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ ফখরুল ইসলাম, সদস্য মাশহুদ আহমদ চৌধুরী । এছাড়াও উপস্থিত ছিলেন লক্ষণাবন্দ ইউনিয়ন শাখার সভাপতি হা. বিলাল আহমদ, লক্ষীপাশা ইউনিয়ন শাখার সভাপতি তাজুল আহমদ, লক্ষণাবন্দ হাফিজিয়া ফুরক্বানিয়া মাদ্রাসা শাখা সভাপতি রায়হানুল ইসলাম শিকদার, সহ-সভাপতি হাফিজুর রহমান, লক্ষণাবন্দ ইউনিয়ন শাখার সহ-সভাপতি আল আমিন, লক্ষীপাশা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো আব্দুল ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ মাজেদ প্রমুখ ।
শেয়ার করুন