কাল শেষবারের মতো পেলের মরদেহ নেয়া হবে সাও পাওলো স্টেডিয়ামে

জাতীয়

পেলের মৃত্যু সংবাদে মুষড়ে পড়েছে ফুটবল জগত। আগামী ৩ জানুয়ারি সম্পন্ন হবে এই কিংবদন্তির শেষকৃত্য। শেষ ইচ্ছা অনুযায়ী সোমবার (২ জানুয়ারি) পেলের মরদেহ নেয়া হবে সাও পাওলো স্টেডিয়ামে।

সোমাবার সকালেই আলবার্ট আইনেস্টাইন হাসপাতাল থেকে পেলের মরদেহ বহনকারী কফিন নিয়ে আসা হবে উরবানো ক্যালদেইরা স্টেডিয়ামে। এদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা থেকে পেলেকে শেষবার দেখার সুযোগ পাবে সাবেক সতীর্থ, বন্ধু, ক্লাব কর্তৃপক্ষ ও সাধারণ ফুটবল প্রেমিরা।

মঙ্গলবার সান্তোসের রাস্তার প্রদক্ষিণ করার পর পেলের মরদেহ নিয়ে যাওয়া হবে তার শতবর্ষী মায়ের কাছে। এরপর সান্তোসের মেমোরিয়াল নেক্রোপোল ইকুমেনিকা কবরস্থানে সমাহিত করা হবে ফুটবলের রাজাকে। যে অনুষ্ঠানে কেবল শরিক হতে পারবেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *