প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৫, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৮, ২০২৫, ৮:৫৬ পি.এম
কাল সন্ধ্যায় দেশে আসবে হাদির মরদেহ; পরদিন মানিক মিয়াতে জানাজা
আগামীকাল (শুক্রবার, ১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ দেশে আসবে। পরদিন শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাদির জানাজা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাতে ইনকিলাব মঞ্চ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট আগামীকাল (শুক্রবার, ১৯ ডিসেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে শহিদ শরীফ ওসমান হাদিকে নিয়ে রওনা করবে। ঢাকায় অবতরণ করার সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিট।
ওসমান হাদির প্রথম জানাজা সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে বলেও জানানো হয়।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ৯টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মারা যান ওসমান হাদি। তার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫