কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত (৬৬) মারা গেছেন।
বুধবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তিনি মারা যান। আরফানুল হক রিফাত নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন।
২০২২ সালের ১৫ জুন আরফানুল হক কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মেয়র আরফানুল কয়েক বছর ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অক্সিজেন সঙ্গে নিয়েই তিনি চলাফেরা করতেন। এরই মধ্যে ৬ ডিসেম্বর থেকে তার পাকস্থলীতে সমস্যা দেখা দেয়। একই সঙ্গে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন। গত রোববার বিকেল পাঁচটায় এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। আজ সন্ধ্যার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
আরফানুল হক রিফাত কুমিল্লা মহানগর আওয়ামী লীগের টানা দুবারের সাধারণ সম্পাদক। তিনি কুমিল্লা ক্লাবের একাধিকবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন। কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিও তিনি। কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রসংসদের বহি ক্রীড়া সম্পাদক ছিলেন।
শেয়ার করুন