মৌলভীবাজারের কুলাউড়ায় আসলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। শুক্রবার (২৬ আগস্ট) দুপুরে পারাবত এক্সপ্রেসযোগে কুলাউড়া রেলস্টেশনে পৌঁছালে কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান তাঁকে ফুল দিয়ে বরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাওছার দস্তগীর, কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, ওসি (তদন্ত) আমিনুল ইসলাম সেলিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ সহ অন্যান্যরা।
পরে কুলাউড়া রেলওয়ে স্টেশনের বৈঠকখানায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
শেয়ার করুন