কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় শ্রী শ্রী গোবর্ধন পূজা (অন্নকুট) মহা-মহোৎসব শেষ হয়েছে। ২৬ অক্টোবর কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের পুসাইনগর এলাকায় অবস্থিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয় (সিটিএস মন্দিরে) এই কর্মসূচী সম্পন্ন হয়। সকাল দশটায় বিশ^বাসীর মঙ্গল কামনায় গিরিরাজ গোবর্ধনের বিশেষ অভিষেক, সাড়ে দশটায় শ্রীল ভক্তিকুসুম শ্রমন গোস্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথি ব্যাস, সকাল এগারোটায় শ্রীগুরুদেবের মহিমা এবং গিরিরাজ গোবর্ধনের মাহাত্ম্য কীর্তন অনুষ্ঠিত হয়। অন্নকুট মহা-মহোৎসবের ওপর বিষদ আলোচনা করেন সিটিএস মন্দিরের অধ্যক্ষ দামোদর মহারাজ। দুপরে শ্রী শ্রী গোবর্ধন পূজা (অন্নকুট) মহা-মহোৎসব পরিদর্শন করেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান। এ সময় তিনি সিটিএস মন্দিরের অধ্যক্ষ দামোদর মহারাজ এর সাথে কুশল বিনিময় করেন। দুপুরে গিরিরাজ গোবর্ধনের অন্নকুট ভোগদর্শন শেষে দুপুর দুইটায় অন্নকুটের মহা-প্রসাদ বিতরণ করা হয় আগত ভক্তবৃন্দ ও পুর্ণার্থীদের মধ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিএস মন্দির পরিচালনার সিনিয়র সদস্য বকুল দাস, নিরঞ্জন ঘোষ, দিলিপ ঘোষ, রবিন্দ্র ঘোষ, রাধা গবিন্দ দাস, বিচিত্র রঞ্জন দেব, যাদুবেন্দ্র রায়। এছাড়া উপস্থিত ছিলেন মন্দিরের সদস্য ডাঃ পিংকু মোহন দাস, বীরেন্দ্র মোহন দাস, মাধাই রায়, উত্তম রায়, গৌতম রায়, তপন দাস, পিংন্টু দাস, মিথুন ঘোষ, বিশ^জিৎ ঘোষ ও দুর্জয় দেব। অনুষ্ঠানে প্রায় কয়েক সহ¯্রাধিক ভক্তবৃন্দ অংশ নেন।
শেয়ার করুন