কুলাউড়ায় চাঁদাবাজি-স ন্ত্রা স দমনে কঠোর অবস্থানে পুলিশ

মৌলভীবাজার

কুলাউড়া থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক দায়িত্ব গ্রহণের পর সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাং দমনে কঠোর অবস্থান নিয়েছেন।তার নির্দেশনায় সোমবার (১৪ জুলাই) রাতে থানার সেকেন্ড অফিসার ফরহাদ মাতব্বরের নেতৃত্বে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ও সড়কে বিশেষ টহল জোরদার করা হয়।

এ সময় পুলিশ সদস্যরা শহরের প্রধান সড়ক, বাজার এবং জনগুরুত্বপূর্ণ স্থানে উপস্থিত থেকে সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে তৎপরতা চালান।

ওসি মো. ওমর ফারুক বলেন, কুলাউড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ বদ্ধপরিকর। সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ দমনে কঠোরভাবে অভিযান পরিচালিত হবে।

তিনি এ ব্যাপারে সকলের সহযোগিতাও কামনা করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *