মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নের গাজীপুর চা-বাগানের সর্বস্তরের জনসাধারণকে নিয়ে জেলা জামায়াতে ইসলামীর আমির ও মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ইঞ্জিনিয়ার এম সায়েদ আলীর মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে গাজীপুর বাজারে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কুলাউড়া পৌর জামায়াতের সভাপতি মোহাম্মদ রুহুল আমিন রইয়ুব।
প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার সায়েদ আলী বলেন, বাংলাদেশে মাইনরিটি বা মেজরিটি বলে কিছু নেই। আমরা সকলে এ দেশের গর্বিত নাগরিক- এটাই আমাদের পরিচয়। তিনি চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য তাদের সন্তানদের শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়ার আহবান জানান।
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সহকারী অধ্যাপক মো. আব্দুল মুনতাজিম, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি নিজাম উদ্দিন, কুলাউড়া উপজেলার সেক্রেটারি আবু বক্কর মোহাম্মদ সিপন, ইউপি সদস্য বিদ্যাসাগর গোয়ালা প্রমুখ।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫