কুলাউড়ায় চুরি হওয়া প্রাইভেটকার উদ্ধার

মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়ায় চুরি হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় হেলাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৫ আগস্ট গভীর রাতে রাউৎগাঁও ইউনিয়নের চৌধুরী বাজার সংলগ্ন সিতার মিয়ার বাড়ির উঠান থেকে প্রাইভেটকারটি চুরি হয়। গাড়ির মালিকের অভিযোগের ভিত্তিতে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজমল হোসেনের নির্দেশনায় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুকের নেতৃত্বে এসআই ফরহাদ মাতুব্বর, এসআই হাবিব ও এসআই জুনেদসহ একটি দল তদন্ত শুরু করে।

রবিবার (১০ আগস্ট) কুলাউড়া পৌরসভার সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া গাড়িটি উদ্ধার এবং হেলাল মিয়াকে আটক করা হয়।

ওসি মো. ওমর ফারুক বলেন, ‘বাদীর অভিযোগে মামলা রুজু করা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হলেও চোরচক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *