মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রামের একটি দুর্গম পাহাড়ে জঙ্গি আস্তানায় বৃহস্পতিবার বিকেল থেকে গোয়েন্দা সংস্থার লোকজন, সোয়াট ও পুলিশের বিপুল সংখ্যক সদস্যরা ঘিরে রাখে। হঠাৎ করে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সতর্ক পাহারায় পুরো এলাকাজুড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক দেখা দেয়। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মীদের সাথে স্থানীয় বাসিন্দারাও সতর্ক পাহারায় ভয়ার্ত চোখে নির্ঘুম রাতা কাটান। শনিবার ভোরে অতিরিক্ত পুলিশ কমিশনার সিটিটিসি প্রধান আসাদুজ্জামানের নেতৃত্বে সিটিআই বিভাগের একটি টিম ‘অপারেশন হিলসাইড’ পরিচালনা করে। অভিযানে কোন হতাহতের ঘটনা ছাড়াই ৪ জন পুরুষ জঙ্গি ও ৬ জন নারী জঙ্গিকে আটক করা হয়। এসময় ওদের তিন শিশুকে হেফাজতে নেয়া হয়। অভিযানে মৌলভীবাজার জেলা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে। জঙ্গি আস্তানা থেকে ২.৫ কেজি বিস্ফোরক, ৫০ টি ডেটোনেটর, প্রশিক্ষণ ম্যানুয়াল, কমান্ডো বুটসহ অন্যান্য প্রশিক্ষণ সরঞ্জামাদি, ছুরি-রামদাসহ অন্যান্য ধারালো অস্ত্র এবং নগদ ৩ লক্ষ ৬১ হাজার টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করা হয়। আজ দুপুরে জেলা পুলিশের প্রেস উইং থেকে গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটককৃতরা হলো- ১। শরীফুল ইসলাম (৪০), পিতা-ওমর আলী, মাতা-ছমিরুন, গ্রাম-দক্ষিণ নলতা, থানা ও জেলা-সাতক্ষীরা ২। হাফিজ উল্লাহ (২৫), পিতা-আবুল কাশেম, মাতা-জহুরা খাতুন, গ্রাম-কানলা, থানা-ইটনা, জেলা-কিশোরগঞ্জ। ৩। খায়রুল ইসলাম (২২), পিতা-নজরুল ইসলাম, মাতা-সানোয়ারা বেগম, গ্রাম-রসুলপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ ৪। রাফিউল ইসলাম (২২), পিতা-সাইফুল ইসলাম, মাতা-রেবা সুলতানা, গ্রাম-মাইজবাড়ী, থানা-কাজীপুর, জেলা-সিরাজগঞ্জ ৫। মেঘনা (১৭), স্বামী-খায়রুল ইসলাম, পিতা-মানিক মিয়া, মাতা-আলেয়া বেগম, গ্রাম-রসুলপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ ৬। আবিদা (১২ মাস), পিতা-খায়রুল ইসলাম, মাতা-মেঘনা, গ্রাম-রসুলপুর, থানা-ফতুল্লা, জেলা-নারায়নগঞ্জ ৭। শাপলা বেগম (২২), পিতা-মজনু মল্লিক, স্বামী-আঃ ছত্তার, মাতা-আলেয়া বেগম, গ্রাম-শ্রীপুর, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা ৮। জুবেদা (১৮ মাস), পিতা-আঃছত্তার, মাতা-শাপলা বেগম, গ্রাম-শ্রীপুর, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা ৯। হুজাইফা (৬), পিতা-আঃছত্তার, মাতা-শাপলা বেগম, গ্রাম-শ্রীপুর, থানা-আটঘরিয়া, জেলা-পাবনা ১০। মাইশা ইসলাম (২০), পিতা-সাইদুল ইসলাম, স্বামী-সোহেল তানজীম রানা, গ্রাম-চাদপুর (পিতার বাড়ি), থানা ও জেলা-নাটোর ১১। মোছাঃ সানজিদা খাতুন (১৮), পিতা-আব্দুল জলিল, স্বামী-সুমন মিয়া, গ্রাম-নিজবলাই, থানা-শরিয়াকান্দি, জেলা-বগুড়া। ১২। আমিনা বেগম (৪০), পিতা-জলমত খা, স্বামী-শফিকুল ইসলাম, গ্রাম-দক্ষিণ নলতা, থানা-তালা, জেলা-সাতক্ষীরা। ১৩। মোছাঃ হাবিবা বিনতে শফিকুল (২০),পিতা-শফিকুল,মাতা-আমিনা বেগম,গ্রাম-দক্ষিণ নলতা, থানা-তালা, জেলা-সাতক্ষীরা।
এলাকাবাসী জানান, আটককৃতরা এখনকার স্থায়ী বাসিন্দা নয়। তারা গেল ২ মাস আগে ওখানে প্রবাসী রফিক মিয়ার কাছ থেকে ৩০ শতাংশের উপরে জায়গা ও তৈরি করা বাড়িসহ ক্রয় করেন। প্রথমে দুটি পরিবার এলেও পরে আরও দুই তিনটি পরিবার আসে। ওই এলাকায় এরা নতুন আসায় তাদের সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ হয়নি স্থানীয় বাসিন্দাদের এমনটি বলছেন তারা।