কুলাউড়ায় তীব্র গরমে জামায়াতের সুপেয় পানি ও খাবার বিতরণ

মৌলভীবাজার

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের উদ্যোগে চলমান তীব্র দাবদাহে পিপাসার্ত মানুষের মাঝে সুপেয় পানি ও খাবার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুর ১২ টায় উপজেলার হাকালুকি হাওরে  পিপাসার্ত কৃষকদের মধ্যে সুপেয় পানি ও শুকনো খাবার বিতরণ করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন মাওলানা মতিউর রহমান, সাইফুল ইসলাম খান, মহরম আলী, লেবু মিয়া সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় মাওলানা মতিউর রহমান বলেন, আমরা সমগ্র দেশবাসী আজ প্রচণ্ড গরম তাপদাহের মধ্যে অবস্থান করছি। সকল পরিবেশ পরিস্থিতিই আল্লাহর পক্ষ হয়ে নির্ধারিত করা হয়। কখনো কখনো মানুষের কৃতকর্মের ফলেও গজব হিসেবে এধরনের আবহাওয়া তৈরি হয়ে থাকে, হঠাৎ করে প্রাকৃতিক দুর্যোগ দেখা দেয়। এজন্য আমাদের উচিৎ আল্লাহর দেয়া বিধান পালনে সচেষ্ট হওয়া।

এই প্রচণ্ড গরমে মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে। হাসপাতাল গুলোতে অসুস্থ রোগীদের ভীড় ব্যাপক আকার ধারণ করেছে। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন বৃষ্টির মাধ্যমে সমগ্র দেশবাসীর ওপরে রহমত নাযিল করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *