কুলাউড়া প্রতিনিধি:বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পুনরায় নির্বাচিত হওয়ায় শফিউল আলম চৌধুরী নাদেলকে কুলাউড়ায় আজ মঙ্গলবার সংবর্ধনা দেবে উপজেলা আওয়ামী লীগ। এদিন বেলা ১১টায় উপজেলা পরিষদস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে তাকে এই সংবর্ধনা দেওয়ার লক্ষ্যে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এদিকে, সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ইতিমধ্যে সংবর্ধনা অনুষ্ঠানের দাওয়াতপত্র আওয়ামী লীগের উপজেলা কমিটি, পৌর ও বিভিন্ন ইউনিয়ন শাখা এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে বিলি করা হয়েছে। এছাড়া অনুষ্ঠানে ব্যাপক লোক সমাগমের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমেও চলছে সরব প্রচারণা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংবর্ধিত ব্যক্তি শফিউল আলম চৌধুরী নাদেল উপস্থিত থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
শেয়ার করুন