মো:রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া(মৌলভীবাজার) প্রতিনিধিঃ
কুলাউড়া থানা পুলিশের অভিযানে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী গ্রেফতার করা হয়েছে।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর সার্বিক দিক নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে ২৫ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ তারিখে কুলাউড়া থানার এসআই মোঃ নাঈমুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন তথ্যের ভিত্তিতে কুলাউড়া থানাধীন ০৫নং ব্রাহ্মণবাজার ইউপির অন্তর্গত মনোহরপুর গ্রামের নিখিল বিহারী দে এর ছেলে মাদক ব্যবসায়ী রিংকু দে এর বসত ঘরে অভিযান পরিচালনা করে আসামি কে গ্রেফতার করে আসামীর হেফাজত হইতে ৭৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়েছে। উক্ত আসামীর বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রুজু রহিয়াছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
কুলাউড়া থানাকে মাদকমুক্ত করার লক্ষে মাননীয় পুলিশ সুপার এর নির্দেশে থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।
শেয়ার করুন