কুলাউড়ায় বর্ষীয়ান রাজনীতিবিদ রফিকুল ইসলাম রেনু’র রাজনীতির পঞ্চাশ বছর উদযাপিত

মৌলভীবাজার

কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক জননেতা রফিকুল ইসলাম রেনু’র রাজনৈতিক ক্যারিয়ারের পঞ্চাশ বছর এবং সভাপতি- সাধারণ সম্পাদক পদে দায়িত্বের ত্রিশ বছর উদযাপিত হয়েছে।

এ উপলক্ষ্যে গতকাল (৩ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে ‘কেক কাঁটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল’ অনুষ্ঠিত হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক প্রভাষক মোঃ আলী চৌধুরী তরিক’র সভাপতিত্বে এবং প্রতিষ্ঠাতা সদস্য সচিব মাহমুদ হাসান রানা’র পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু। বিশেষ ও আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনসুর আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবু গৌরা দে, সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন, কোষাধ্যক্ষ খালেদ আহমদ, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাস্টার আব্দুস সালাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ময়নুল ইসলাম সবুজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মনি, পৌর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান জনি, উপজেলা শেখ রাসেলের সদস্য সচিব সায়েম আহমদ কয়েছ, কুলাউড়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বখস প্রমুখ।

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক সি.এম জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদূদ হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. অরুণাভ দে, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আমিন উদ্দিন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মঈনুল ইসলাম সোহাগ, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রাজীব সরোয়ার রনি, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক রুবেল আহমদ, সদস্য ও পৌর আওয়ামী লীগ সভাপতি হাজী খোরশেদ আলী, সদস্য ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোহিদ খাঁন, যুগ্ম-সাধারণ সম্পাদক দেবব্রত দাস বাবলু, উপজেলা যুবলীগের সহ-সভাপতি তৈমুল ইসলাম, সহ-সম্পাদক অশোক চন্দ, উপজেলা শ্রমিকলীগের যুগ্ম-আহবায়ক আরাফাত হোসেন ফরহাদ, পৌর আওয়ামী লীগ নেতা তৈমুছ আলী, পাখি মিয়া, মন্তর আলী প্রমুখ। আলোচনা শেষে রফিকুল ইসলাম রেনুসহ উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে দোয়া পরিচালনা করেন কুলাউড়া থানা মসজিদের ইমাম হাফিজ আব্দুস ছালাম।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *