কুলাউড়ায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন শফিউল আলম চৌধুরী নাদেল

মৌলভীবাজার

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড়ো ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে রোববার ও সোমবার (২২ ও ২৩ অক্টোবর) উপজেলার ১ পৌরসভাসহ ১৩ ইউনিয়নের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী শফিউল আলম চৌধুরী নাদেল।

স্থানীয় জনসাধারণের সাথে শারদ শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন শফিউল আলম চৌধুরী নাদেল। এসময় তিনি বলেন, ‘ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন করার জন্য শেখ হাসিনা নেতৃত্বের কোন বিকল্প নেই।’

এসময় কুলাউড়া উপজেলার বিভিন্ন পূজা মান্ডব পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো রফিকুল ইসলাম রেনু, সহ সভাপতি আতাউর রহমান শামীম, সাধারণ সম্পাদক আ স ম কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমদুদ হোসেন , প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক তফজ্জুল হোসেন চিনু, শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের  মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি, সিলেট সিটি করপোরেশন ৪নং ওয়ার্ড কাউন্সিলর তোফায়েল আহমদ সেফুল, ১৯ ২০ ২১ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর নার্গিস আক্তার, কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম,  রাউৎগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী সোহাগ, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান, হাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াদুদ বক্স, শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মোকাদ্দুস আলী, হাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ অনু মিয়া, পৃথিমপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শাহাজান আহমদ,কর্মধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রহমান আতিক, ব্রাহ্মণ বাজার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আলী । এবং উপজেলার বিভিন্ন ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি/ সম্পাদক বৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *