
মোঃ রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া উপজেলা প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে ৬ষ্ঠ তম আন্তঃ উপজেলা হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
কুলাউড়ার ঐতিহ্যবাহী ধর্মীয় সংগঠন ‘মদিনাবাহী কাফেলা চৌধুরী বাজার’-এর আয়োজনে ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) দিনব্যাপী চৌধুরী বাজারস্থ জি.এস কুতুব শাহ্ আলিম মাদ্রাসা প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মদিনাবাহী কাফেলার সভাপতি কাজী মাওলানা লিয়াকত আলী-এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক সাংবাদিক তাজুল ইসলাম-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “হিফজুল কুরআন প্রতিযোগিতা নতুন প্রজন্মকে কুরআনের আলোয় আলোকিত করার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এ ধরনের আয়োজন সমাজ ও জাতির জন্য অত্যন্ত কল্যাণকর।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা আহসান উদ্দিন, রাউৎগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল জামাল, রাউৎগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান খয়াজ, এবং প্রতিযোগিতার প্রধান পরীক্ষক হাফিজ মাওলানা আব্দুল মুক্তাদির।
এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষক হাফিজ অলিউর রহমান, রাউৎগাঁও ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, বিএনপি নেতা সুয়েজ আহমদ, ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়েজ আহমদ, কুলাউড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সিয়াম তালুকদার, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ শামীম, জংশন কুলাউড়া পরিচালক তৌফিকুর রহমান তাহের, রাউৎগাঁও ইউনিয়ন তালামিয নেতা মাহবুব আলম শাহানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের প্রথম অধিবেশন সকাল ৮টায় প্রতিযোগিতার বাছাই পর্বের মাধ্যমে শুরু হয়। সকাল ১১টায় ফাইনাল পর্ব অনুষ্ঠিত হয় এবং দুপুর ২টা থেকে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবারের প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা থেকে মোট ৩৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। তিলাওয়াতের মান ও নির্ধারিত নিয়ম অনুযায়ী বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
পরিশেষে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে ৬ষ্ঠ তম আন্তঃ উপজেলা হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রধান সম্পাদকঃ সারওয়ার খান
সম্পাদকঃ জাকের খান (রুবেল)
© স্বত্ব সংরক্ষিত © ২০২৫