মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কুলাউড়ায় রূপালী ব্যাংকের গ্রাহক, কৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা শামীমা আক্তারকে বিশেষ রেমিট্যান্স সেবার ২য় পুরস্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে কুলাউড়া শাখা কার্যালয়ে প্রধান অতিথি সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন ৪৩ ইঞ্চি এলইডি টিভি ব্যাংকের পক্ষ থেকে হস্তান্তর করেন শিক্ষিকা শামীমা আক্তারকে।
কুলাউড়া শাখা ব্যবস্থাপক পারভেজ আহমদের সভাপতিত্বে ও মৌলভীবাজার জোনাল অফিসের প্রিন্সিপাল অফিসার মো. আনিছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট বিভাগীয় কার্যালয়ের প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ আমীর হোসেন বলেন, দেশের অর্থনীতির চালিকাশক্তি হচ্ছে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা। তাদের কষ্টার্জিত রেমিট্যান্স বৈধভাবে দেশে পাঠানোর জন্য রূপালী ব্যাংকের পক্ষ থেকে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
এরই ধারাবাহিকতায় বিশেষ রেমিট্যান্স সেবা কর্মসূচিতে সারাদেশের মধ্যে কুলাউড়ার শিক্ষিকা শামীমা আক্তার ২য় পুরস্কার লাভ করেছেন। এ ছাড়া প্রবাসীদের বৈধভাবে দেশে রেমিট্যান্স পাঠানোর জন্য বিভিন্ন ধরনের প্রনোদনা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের মৌলভীবাজার জোনাল ব্যবস্থাপক জয়া চৌধুরী, কুলাউড়া পৌরসভার সাবেক মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মো. এখলাছ মিয়া, নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রধান শিক্ষক মো. আব্দুছ ছালাম ও ফখরুল ইসলাম প্রমুখ।
শেয়ার করুন