কুলাউড়া-রবিরবাজার সড়কের রাউৎগাঁও ইউনিয়নের আমঝুপ বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় ৭ম শ্রেণীতে পড়ুয়া শাকিল মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এসময় মোটরসাইকেল চালক শাকিলের মামা গুরুতর আহত হন। নিহত শাকিল পৃথিমপাশা ইউনিয়নের নন্দিরগ্রামের বাসিন্দা সোহাগ মিয়া ছেলে।
জানা যায়, ২৬ ডিসেম্বর সকালে মামার সাথে সাইকেলে করে কুলাউড়ায় যাওয়ার পথে কুলাউড়া-রবিরবাজার সড়কের আমঝুপ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের ধাক্কা লেগে গুরুতর আহত হয় তারা। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে কর্ত্যবরত ডাক্তার তাদের অবস্থা আশংকা জনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। প্রতিমধ্যে শাকিলের মৃত্যু হয় এবং গুরুতর আহত মোটর সাইকেল চালক ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বেপরোয়া ওই ট্রাকটি সনাক্ত করা হয় নি।
শেয়ার করুন