কুলাউড়ায় সাংবাদিকসহ পাঁচ প্রবাসীকে সংবর্ধনা দিল উপজেলা প্রেসক্লাব

মৌলভীবাজার

মো: রেজাউল ইসলাম শাফি, কুলাউড়া প্রতিনিধিঃ

কুলাউড়ায় সাংবাদিকসহ পাঁচ প্রবাসীকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রেসক্লাব। শনিবার (২৮ ডিসেম্বর) রাত আটটায় কুলাউড়ার এক অভিজাত রেষ্টুরেন্টে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকসহ পাঁচ প্রবাসীকে এ সংবর্ধনা দেয়া হয়। উপজেলা প্রেসক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক মো. মছব্বির আলীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিলের সঞ্চালনায় সংবর্ধিত বিশেষ অতিথির বক্তব্য দেন বর্হিবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী অধ্যাপক সাইফুল আলম চৌধুরী, লন্ডন বাংলা চ্যানেলের সম্পাদক, শীর্ষ নিউজের সাবেক মৌলভীবাজার প্রতিনিধি আব্দুর রব ভুট্টো, স্পেন বিএনপির সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন, জিসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও যুক্তরাজ্য প্রবাসী কায়ছল ইসলাম, ওসমানী স্মৃতি পরিষদ সংযুক্ত আরব আমিরাতের সভাপতি ও বিএনপি নেতা নজরুল ইসলাম লিটন তালুকদার। এসময় বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, যুগ্ম সম্পাদক একেএম জাবের, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম মামুন, সদস্য সাইফুল ইসলাম সিদ্দিকী প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন রাউৎগাঁও ইউনিয়নের সদস্য আব্দুল মুক্তাদির মনু, উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক হাসান আল মাহমুদ রাজু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিফতা আহমদ রাফি, সদস্য মো. ইব্রাহিম আলী, বশির আল ফেরদৌস, সংবাদকর্মী মো: রেজাউল ইসলাম শাফি, শেখ বদরুল ইসলাম রানা প্রমুখ।

এ সময় সংবর্ধিত অতিথির বক্তব্যে লন্ডন বাংলা চ্যানেলের সম্পাদক, শীর্ষনিউজের সাবেক মৌলভীবাজার প্রতিনিধি ও প্রবাসী সাংবাদিক আব্দুর রব ভুট্টো বলেন, প্রেসক্লাব কোন রাজনৈতিক সংগঠন নয়, রাজনৈতিক নেতাদের ডান পাশে ও বাম পাশে বসে প্রেসক্লাব চালানো যায়না। দীর্ঘ ১৬ বছর থেকে কুলাউড়া প্রেসক্লাবের নতুন কমিটি না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কুলাউড়া প্রেসক্লাবের সভাপতি-সম্পাদক দীর্ঘদিন থেকে স্বৈরাচারী শেখ হাসিনার মতো ক্ষমতা লোভী হয়ে নিজেদের আখের গোছানোর জন্য পদ দখল করে আছে তাদের ইচ্ছামতো প্রেসক্লাব পরিচালনা করে আসছে যা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিপন্থী। দীর্ঘদিন তারা আওয়ামীলীগ সরকারের দোসর হিসেবে কাজ করে প্রশাসন থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে নিজেদের পরিবার চালিয়েছে, এদের কোন লজ্জা শরম নেই, গত ১৫ বছরের সকল খতিয়ান বের করা হবে, অনেক সরকারি অনুদান এসেছে, এখন সময় এসেছে সবকিছুর হিসেব দেয়ার। সরকারি অনুদান সাংবাদিকদের কল্যাণে ব্যয় না করে তারা নিজেরা ভাগ-বাটোয়ারা করে খেয়েছেন। এটার নাম সাংবাদিকতা হতে পারেনা।
কুলাউড়া প্রেসক্লাবের বর্তমান সভাপতি-সম্পাদককে হঁশিয়ারী দিয়ে বলেন, রবিবারের মধ্যে পদত্যাগ করে কমিটি বিলুপ্ত ঘোষণা করতে হবে এবং আগামী সোমবার দুপুরের মধ্যে কুলাউড়ার কর্মরত সাংবাদিকদের নিয়ে আহবায়ক কমিটি গঠন করতে হবে।

প্রেসক্লাবের সভাপতি-সম্পাদককে উদ্দেশ্য করে বলেন, গত সেপ্টেম্বরে আমি দেশে এসে দুই মাসের মধ্যে নতুন আহবায়ক কমিটি গঠন করার কথা বললেও তারা সেই কথা রাখেননি। আমি চাইনা কুলাউড়ার সাংবাদিকদের কোন দুর্নাম হোক। একদিনের মধ্যে পদত্যাগ করে প্রেসক্লাবের চাবি হস্তান্তর করুন। অন্যতায় কুলাউড়ার কর্মরত প্রকৃত সকল মেধাবী সাংবাদিকদের নিয়ে প্রেসক্লাবের নতুন আহবায়ক কমিটি গঠন করা হবে। ওই আহবায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে। তিনি আরো বলেন, টাউট-বাটপার, সন্ত্রাসী, জুতা দোকানদার, মুদির দোকানদার, ঘরের দারোয়ান, গাড়ির চালক, অফিসের পিয়ন, বাড়ির কাজের লোককে নিয়ে কুলাউড়া প্রেসক্লাব গঠন করে সাংবাদিকতার মহান পেশাকে কলুষিত করা হয়েছে। সকল অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে স্বোচ্ছার হয়ে সুন্দর সমাজ বিনির্মাণে সকল ভেদাভেদ ভুলে একটি প্লাটফর্ম তৈরি করে সবাইকে নিয়ে প্রেসক্লাব গঠন করা হবে। ওই প্রেসক্লাবের সদস্য ব্যতিত অন্য কেউ প্রেসক্লাবের পরিচয় দিতে পারবেনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *