১৬ মার্চ বৃহস্পতিবার কুলাউড়া উপজেলার নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম চলাকালীন সময়ে বিদ্যালয়ের অভ্যন্তরে প্রবেশ করে বিদ্যালয় ভবনের বিভিন্ন ফ্লোরে যত্রতত্র ঘোরাঘুরি করে ছাত্রীদের ইভ টিজিং করার অপরাধে ইমরান আহমেদ (২৭) নামক ব্যাক্তিকে মোবাইল কোর্ট পরিচালনা করে ০৩ (তিন) মাসের কারাদন্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান।
এ সময় বিদ্যালয়ের অভ্যন্তরে বিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ব্যাতীত মোটরসাইকেল নিয়ে প্রবেশ করায় এবং শিক্ষার্থীদের আতংকিত করায় অপরাধীর ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়। ইমরান আহমেদ কুলাউড়া উপজেলাস্থ চাতলগাঁও গ্রামের তবুর মিয়ার ছেলে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং কুলাউড়া থানা পুলিশের একটি দল।
শেয়ার করুন