কুলাউড়ায় স্পন্দন ফাউন্ডেশনের কমিটি গঠন

মৌলভীবাজার

মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার স্পন্দন রক্তদান ও সমাজকল্যাণ ফাউন্ডেশন’র (২০২৩-২৫) সেশনের কার্যনির্বাহী কমিটির কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

গতকাল (২৬মে) শুক্রবার স্থানীয় কটারকোনা বাজারে অবস্থিত সংগঠনের কার্যালয়ে উপস্থিত কাউন্সিলরদের ভোটে শীর্ষ পাঁচটি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

উক্ত কাউন্সিল অধিবেশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নির্বাচন পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা হাবিবুর রহমান এবং সহকারী নির্বাচন কমিশনার হিসেবে সাথে ছিলেন সংগঠনের উপদেষ্টা মাহবুবুর রহমান মান্না।

এসময় সংগঠনের সদস্যদের ভোটেের মাধ্যমে চেয়ারম্যান পদে নির্বাচিত হোন এম. আব্দুর রহমান, প্রতিদ্বন্দ্বী ছিলেন রোকন উজ-জামান রনি, সভাপতি পদে নির্বাচিত হোন মাহদী হাসান কামাল, প্রতিদ্বন্দ্বী ছিলেন আজিজুর রহমান সেজুল, সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হোন এইচ.কে হেলালুর রহমান, প্রতিদ্বন্দ্বী ছিলেন ইমরান আমির আলী, সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হোন হাসানুজ্জামান রায়হান, প্রতিদ্বন্দ্বী ছিলেন রুবেল আহমদ, অর্থ সম্পাদক পদে নির্বাচিত হোন তাওহিদুল ইসলাম সুহিন, প্রতিদ্বন্দ্বী ছিলেন মাহফুজ আহমদ মাহিন ও আবিদুর রহমান জুবেল।

২০১৯ সালের ১৭ ই সেপ্টেম্বর প্রতিষ্ঠা লাভ করা স্পন্দন রক্তদান ও সমাজকল্যাণ ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকেই রক্তদানের পাশাপাশি বহুমুখী সামাজিক কর্মসূচী পালন করে আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *