কুলাউড়ার বিভিন্ন ইউনিয়নে ত্রাণ বিতরন করলেন সুলতান মনসুর

মৌলভীবাজার

আজ ৯ জুলাই ২০২২ ইংরেজি কুলাউড়ায় বন্যা কবলিত এলাকায় পরিদর্শন এবং ত্রান বিতরণ করেন, মৌলভীবাজার -২ আসনের সংসদ সদস্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য সাবেক ডাকসুর ভিপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ, জাতীয় নেতা সুলতান মোহাম্মদ মনসুর আহমদ।

কাদিপুর ইউনিয়ের পূর্ব ছকাপন-পশ্চিম ছকাপন, রফিনগর, গোপিনাতপুর, ফরিদপুর এছাড়া ভুকশিমইল ইউনিয়ের চিলারকান্দি, কানেহাত, বড়দল, কাড়েরা, কালেশার, বাদে ভুকশিমইল, ভুকশিমইল স্কুল এন্ড কলেজ আশ্রয়কেন্দ্র, পৌর ১ নং ওয়াড সোনাপুর ও কুলাউড়া ইউনিয়েনের দেকিয়ারপুরের বন্যা কবলিত মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ খবর নেন এবং ত্রান বিতরণ করেন। এছাড়া ভুকশিমইল ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাধ্যমে এলাকার খোঁজ-খবর নেন এবং ভুকশিমইল উইনিয়ের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন ও ভুকশিমইল স্কুল এন্ড কলেজের আশ্রয়কেন্দ্রে গিয়ে বন্যা কবলিত মানুষের মাঝে ত্রান বিতরণ করেন।

এসময় উপস্থিত সাথে ছিলেন, ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যন আজিজুর রহমান মনির , মৌলভীবাজর জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও কাদিপুর ইউপি চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, এমপির অফিস সমন¦য়ক খায়রুল আলম কয়ছর, যুবলীগ নেতা ইউপি সদস্য আতাউর রহমান আতিক, উস্তার মিয়া, সেচ্ছাসেবক লীগ নেতা হোসেন মনসুর উদ্দিন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম-সম্পাদক শফিকুল ইসলাম জাহেদ, এমপির ব্যক্তিগত সহকারী জামিল আহমদ মোহন, সাবেক ছাত্রলীগ নেতা ব্রাহ্মানবাজার ব্যবসায়ী কল্যান সমিতির যুগ্ম-সম্পাদক মিনহাজ উদ্দিন আহমদ কমরু, কাদিপুর যুব সমাজের বোর্ড চেয়ারম্যান আব্দুল নাহিদ চৌধুরী, ছাত্রকল্যান পরিষদের সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক ও ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, ইউপি সদস্য আতাউর রহমান আতিক, মাহবুব হাসান জসিম, নোমান হোসেন, জিয়াউর রহমান মিন্টু, কে এস খছরু, কুষকলীগের সাংগঠনিক সম্পাদক নোবেল হাসান তালুকদার, কাদিপুর যুব সমাজের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সভাপতি ছমির আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা, যুব-লীগ নেতা সুজেল আহমদ, সাবেক ছাত্রলীগ নেতা রেজাউল ইসলাম রাজু প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *