বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে বিত্তবানদের এগিয়ে আসতে হবে: মাওলানা মতিউর রহমান
মৌলভীবাজার জেলার কুলাউড়া ভূকশিমইল ইউনিয়নের বন্যার্তদের মাঝে উপহার বিতরণ করেন সিলেটের প্রখ্যাত আলেমেদীন হযরত মাওলানা হাফিজুর রহমান ও হযরত মাওলানা মাহবুবুর রহমান ।আজ বুধবার এই উপহার বিতরন করা হয়। এসময় উপস্হিত ছিলেন ভূকশিমইল আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা হাফিজুল ইসলাম,মাওলানা মতিউর রহমান ,মহরম আলী।
এসময় তারা বলেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দেশের ভাই-বোনদের পাশাপাশি প্রবাসী শুভাকাঙ্ক্ষীরা যেভাবে সহায়তা করেছেন, তা সত্যিই প্রশংসনীয়। সবার প্রতি আমরা কৃতজ্ঞ। শুকনো খাবারসহ প্রয়োজনীয় জিনিসপত্রের সহায়তা অব্যাহত রয়েছে। তারা বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনের জন্য দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষীদের এগিয়ে আসতে হবে। কারণ আশ্রয়হীন মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা জরুরী হয়ে পড়েছে।
শেয়ার করুন