মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলাউড়া উপজেলা শাখার উদ্যোগে সিরাতুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুলাউড়াস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
কুলাউড়া উপজেলা জামায়াতের আমির মো: আবদুল হামিদ খানের সভাপতিত্বে এবং সেক্রেটারী অধ্যাপক আব্দুল মুন্তাজিমের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলা আমীর ইন্জিনিয়ার শাহেদ আলী। প্রধান আলোচক ছিলেন মিছবাহুল উলুম কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস শায়েখ মাহমুদুল হাসান।
উক্ত মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীজির জীবনী নিয়ে বিস্তর আলোচনা করেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান এবং মৌলভীবাজার জামিয়া ইসলামীয়া মাদরাসার প্রিন্সিপাল হযরত মাওলানা শেখ আব্দুল হক।
শেয়ার করুন