কুলাউড়া থানা পুলিশের অভিযানে সফল অভিযানে চোরাইকৃত মোটর সাইকেল উদ্ধারসহ চোর চক্রের ০৩ সদস্য গ্রেফতার

মৌলভীবাজার

মুহাম্মদ আমির উদ্দিন কাশেম, জেলা প্রতিনিধি মৌলভীবাজার:-

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা সর্বমহলে আলোচিত কুলাউড়া থানাধীন মাগুরা এলাকা হতে সাংবাদিক সঞ্জয় দেবনাথ’র ডিসকোভার ১২৫ সিসি মোটর সাইকেল চুরি হলে কুলাউড়া থানার মামলা নং-০৪, তারিখ: ০৪/১২/২০২২ খ্রিঃ, ধারা: ৩৭৯ পেনাল কোড রুজু করা হয়। সম সাময়িক সময়ে কুলাউড়া থানা এলাকাসহ আশপাশ এলাকা হইতে বেশ কয়েকটি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটে।

এই অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক’র নেতৃত্বে একটি চৌকস পুলিশ টিম এসআই মোহাম্মদ আমির উদ্দিন, এসআই মোঃ মনির হোসেন, এস আই শাহ আলম, এস আই আব্দুর রহিম জিবান, এএস আই মোঃ নাজমুল হোসেন, এএস আই তপন দেব ও সঙ্গীয় ফোর্সসহ চোরাই মোটর সাইকেল উদ্ধার ও চোর চক্রের সদস্যদের গ্রেফতারে অভিযানে নামে। অভিযান পরিচালনাকালে প্রথমে আন্তঃজেলা ও আন্তঃবিভাগীয় মোটর সাইকেল চোর চক্রের সদস্যদের মধ্যে অন্যতম দুদুর্ষ মোটর সাইকেল চোর কমলগঞ্জ থানাধীন কালেঙ্গা গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরকে কুলাউড়া পৌরসভাধীন কাছুরকাপন এলাকা হতে মোটর সাইকেলের তালা খোলার ০৪ টি মাস্টার কীসহ আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে আন্তঃ জেলা ও বিভাগীয় মোটর সাইকেল চোর রাসেলকে কমলগঞ্জ থানার কালেঙ্গা গ্রামের তার শশুর বাড়ী হইতে মোটর সাইকেলের খোলা বডিসহ গ্রেফতার করা হয়।


পরে মোটর সাইকেল চোর জাহাঙ্গীর ও রাসেলকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে সিলেট জেলার গোলাপগঞ্জ থানাধীন মেহেরপুর গ্রাম হইতে চোরাই মোটর সাইকেল গ্রহণকারী চোর চক্রের অন্যতম হোতা মোটর সাইকেল চোর জুনেদ আহমদকে গ্রেফতার করতঃ তার কাছ থেকে একটি চোরাই পালসার মোটর সাইকেল ও মোটর সাইকেল খোলার যন্ত্রাংশ উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে মোটর সাইকেল চোর জাহাঙ্গীর, রাসেল ও জুনেদকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে আন্তঃবিভাগীয় চোর চক্রের সক্রিয় সদস্য সামাদের নিজ বাড়ী সিলেট জেলার গোলাপগঞ্জ পানিয়াগাঁ গ্রামে অভিযান পরিচালনা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়, তখন সামাদের বাড়ি হতে একটি চোরাই সন্দিগ্ধ সুজুকি মোটর সাইকেল ও একটি আরটিআর মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয় এবং তাদের দেওয়া তথ্যমতে একটি ডিসকোভার মোটর সাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরবর্তীতে ডিসকোভার মোটর সাইকেলের মালিক মোঃ তোফায়েল আহমদ চৌধুরী (৩৫), পিতা-মৃত মোঃ তুতিউর রহমান চৌধুরী, সাং-মানগাঁও, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার তার মোটর সাইকেল সনাক্ত করে মোট ০৮ জন মোটর সাইকেল চোরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলে কুলাউড়া থানার মামলা নং-০৯, তারিখ: ০৯/১২/২০২২ খ্রিঃ, ধারা: ৩৭৯ পেনাল কোড রুজু করা হয়।

মোটর সাইকেল চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে বলে সিলেট লাইনটুয়েন্টি ফোরকে জানান কুলাউড়া থানার অফিসার ইনচার্জ আব্দুস ছালেক।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *