কুলাউড়া প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরণ করেন প্রটোকল অফিসার রাজু

মৌলভীবাজার

নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২৬ জানুয়ারি বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর ত্রাণ তাহবিলের কম্বল বিতরণ করেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার -২ আবু জাফর রাজু।

এ উপলক্ষে কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার আবু জাফর রাজু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা সাথাওয়াৎ আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সফিউল আলম সফি, সদর ইউনিয়নের চেয়ামম্যান মোসাদ্দিক আহমদ নোমান, ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর প্রটাকল অফিসার আবু জাফর রাজু বলেন, প্রধামন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে দেশে আজ রাজনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন হচ্ছে। সারাদেশের ন্যায় কুলাউড়ায়ও ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হচ্ছে। যানজট নিরসনে অচিরেই কুলাউড়া পৌরসভার রাস্তা ফোরলেন উন্নীত হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *