কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বাংলাদেশ
মৌলভীবাজার কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শুকুরাম উরাং (২৫) নামে এক বাংলাদেশি যুবক প্রাণ হারিয়েছেন।বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন এলাকার মুরইছড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক। তিনি বলেন, নিহত শুকুরাম উরাঙের সঙ্গে আরও দুই সহযোগী ছিলেন। তাদের সঙ্গে কথা বলে জেনেছি, শুকুরাম গরু চরাতে সীমান্ত সংলগ্ন স্থানে চলে গেলে তাকে লক্ষ্য করে বিএসএফ গুলি ছোড়ে। নিহত শুকুরাম উরাং কর্মধা ইউনিয়নের মুরইছড়া চা-বাগান বস্তি এলাকার দাসনু উরাংয়ের ছেলে।পারিবারিক সূত্রে আরও জানা যায়, বৃহস্পতিবার দুপুরে শুকুরাম সীমান্তের ১৮৪৪ নম্বর মেইন পিলারের পাশে নিজেদের কৃষিজমিতে কাজ করতে যান। দুপুর দেড়টার দিকে বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন এবং কিছু দূর গিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্র জানায় হাসপাতালে নিয়ে আসার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে।কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *