মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরছড়ায় মাছ ধরতে গিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। বুধবার (১৩ জুলাই) সন্ধ্যায় বরমচাল ইউনিয়নের বরছড়ায় বাবুল মিয়া (৫৫) নামের ওই ব্যক্তি নিখোঁজ হন।
এ সময় আজিজুর রহমান নামে বাবুলের সাথে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। বাবুল ও আজিজুর ভূকশিমইল ইউনিয়নের বাদে ভূকশিমইল এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন ভূকশিমইলের ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান মনির।
তিনি জানান, বুধবার বিকেলে বাবুল তার সঙ্গী আজিজুরকে নিয়ে নৌকাযোগে বরমচালের বরছড়ায় মাছ ধরতে যায়। সন্ধ্যার দিকে হঠাৎ করে ঝড়তুফান শুরু হলে নৌকা ডুবে তারা নিখোঁজ হয়ে যায়।
পরে বাবুলের সঙ্গী আজিজুরকে জীবিত উদ্ধার করা হলেও বাবুলকে রাত সাড়ে দশটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো উদ্ধার করা যায়নি।
বর্তমানে তিনিসহ স্থানীয়রা বাবুলকে উদ্ধার করতে কাজ চালাচ্ছেন বলে জানান চেয়ারম্যান মনির।
শেয়ার করুন