মৌলভীবাজারের কুলাউড়ায় আবু মাছুম মো. নাঈম (১৪) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। রোববার (১৬ অক্টোবর) সকালে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়ে যায়।
নিখোঁজের ব্যাপারে রোববার রাতে নাঈমের মা থানায় একটি সাধারণ ডায়ারি (জিডি) দায়ের করেছেন।
নাঈম উপজেলার হাজীপুর ইউনিয়নের মাতাবপুর গ্রামের মৃত আবু সাহাদাতের ছেলে। সে ভাটেরা ইবতেদায়ী মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
জিডিতে নাঈমের মা উল্লেখ করেন, রোববার সকাল সাড়ে ৭টার দিকে মাদ্রাসার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফিরে আসেনি নাঈম। পরে মাদ্রাসা ও আত্মীয়স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজে তার কোনো সন্ধান মিলেনি।
এ ব্যাপারে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক বলেন, নিখোঁজ মাদ্রাসাছাত্র নাঈমের খোঁজে পুলিশ তৎপর রয়েছে।
শেয়ার করুন