কৃষকের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ অব্যাহত রেখেছে ঐক্য-বন্ধন সংগঠন

জাতীয়
স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
ঐক্য-বন্ধনের উদ্যোগে যশোর জেলার মনিরামপুর  উপজেলার কৃষকের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
আজ শনিবার (২৭ শে এপ্রিল)  সকালে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন  ঐক্য-বন্ধন উপজেলার  নওয়াপাড়া,বাসুদেব পুর,সরস কাঠি,বাগডোবার বিভিন্ন এলাকায় বিভিন্ন এলাকায় শতাধিক কৃষকের মাঝে  পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঐক্য-বন্ধন এর সদস্য শিহাব হাসান,আশিকুজ্জামান,রত্ন রাজ রায়,আল-আমিন হাসান,নাঈম হাসান,ফরহাদ হাসান মাহমুদুল হাসান প্রমূখ।
কৃষকেরা পানি ও স্যালাইন পেয়ে অনেক খুশি হয়ে বলেন  তারা আগে
 এমন উদ্যোগ দেখেননি।
ঐক্যবন্ধনের মাহমুদুলমহাসান বলেন, যতদিন তাপ প্রবাহ এবং কৃষকের ধান সংগ্রহের কাজ চলনে ততোদিন আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে
শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *