স্টাফ রিপোর্টার:
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের পালেরচক গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজ সেবক আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও অত্র বিদ্যালয়ের শহীদ মিনারের প্রতিষ্ঠাতা, প্রবাসী দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা, দাদু ভাই ছইল মিয়ার জন্মদিন পালন করা হয়েছে।
মঙ্গলবার (৭ মে) সকাল ১০টায় বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য ও দাদু ভাই ছইল মিয়া ফাউন্ডেশনের সভাপতি আহমদ আলী হিরনের উদ্যোগে উপজেলার আশুগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দের আয়োজনে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
কেক কাটার পুর্বমুহুর্তে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্টানে অংশ গ্রহন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেন্টু আলী, সহকারী শিক্ষক কাওছার আহমদ, মাওলানা হুসাইন আহমদ প্রমুখ।
জন্মদিনের শুভেচ্ছা বক্তব্য প্রধান শিক্ষক রেন্টু আলী বলেন, মানবতার ফেরিওয়ালা দাদু ভাই ছইল মিয়ার এ কার্যক্রম আজীবন অটুট থাকুক, দাদু ভাইয়ের মত মানুষ মানবতার কল্যানে সবসময় এগিয়ে আসুক আমরা এই প্রত্যাশা করি এবং উনার দীর্ঘায়ু কামনা করি।