কেশবপুরে গাঁজা গাছসহ গ্রেফতার ১

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

আজ(সোমবার) ভোরে যশোর জেলার কেশবপুর থানা পুলিশ অভিযান পরিচালনা করে গাঁজা গাছসহ আনোয়ার আলী সরদার (৫৫) কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামি উক্ত উপজেলার সুফলাকাটি ইউনিয়নের আড়ুয়া গ্রামের জাবের আলী সরদারের ছেলে।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উদ্দিন বলেন- গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তাঁর নির্দেশনা অনুযায়ী ভেরচি পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মঈনুরএর নেতৃত্বে এএসআই আবুল বাশার সহ সঙ্গীয় ফোর্স নিয়ে আজ (সোমবার) ভোরে উপজেলার সুফলাকাটি ইউনিয়নের আড়ুয়া গ্রামে অভিযান পরিচালনা করে আটককৃত আসামির বাড়ির পশ্চিম পাশ থেকে গাঁজা গাছ উদ্ধার করেন।
এ সংক্রান্ত বিষয়ে মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় কেশবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *