কোম্পানীগঞ্জে আনজুমানের ফুডপ্যাক উপহার সামগ্রী বিতরণ

সিলেট

সকলের সম্মিলিত প্রচেষ্টায় বন্যায় ক্ষতিগ্রস্তরা
কিছুটা হলেও আশার দেখতে পারবে

—-হাফিজ আব্দুল হাই হারুন

আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন বলেছেন, বন্যায় বৃহত্তর সিলেট অঞ্চলের ক্ষয়ক্ষতির পরিমাণ বিশাল। এই অঞ্চলের হতদরিদ্র জনগোষ্টীর জন্য বন্যার ক্ষতি কাটিয়ে উঠা কষ্টকর। এক্ষেত্রে সামর্থবানরা এগিয়ে আসলে বন্যায় ক্ষতিগ্রস্তরা কিছুটা হলেও আশার আলো দেখতে পারবে। সামর্থ অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে এগিয়ে আসুন। এতে ভ্রাতৃত্ববোধের সামাজিক বন্ধন আরো সুদূঢ় হবে।
তিনি মঙ্গলবারার আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের বুড়িডহরে বন্যার্তদের মাঝে ফুডপ্যাক উপহার সামগ্রী বিতরণকালে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সংগঠনের প্রচার ও আইটি সম্পাদক মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আনজুমানের সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ, সমাজসেবা সম্পাদক ইফতেখার আহমদ, মাওলানা আসাদুর রহমান, মাওলানা ফয়জুর রহমান, আজমান আলী, মাওলানা সালেহ আহমদ ও নজরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *