কোম্পানীগঞ্জে এড. মাহফুজুর রহমানের ঈদ উপহার বিতরণ

সিলেট

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় কোম্পানীগঞ্জ ছাত্র কণ্ঠ (কোছাক) এর আয়োজনে নিম্নবিত্ত ৪৫০ পরিবারের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) উপজেলা পরিষদ অডিটরিয়ামে ঈদ উপহার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, কোছাক বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মাহফুজুর রহমান।

কোছাক সভাপতি ফখরুল ইসলাম নোমানের সভাপতিত্বে ও সাধারণ এহছানুল মাহবুব এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি স্কলার, ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন ডেভেলপমেন্ট এর চেয়ারম্যান মাওলানা এম. হাসিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী জিয়াদ আলী, ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর আলম, কোম্পানীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফী উদ্দিন রেনু, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক ফরহাদ হোসেন, কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য এম. সুহেল আহমদ, সংবাদকর্মী কবির আহমদ, আকবর রেদুয়ান ময়না, সুমন আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম মামুন, কোছাক কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি নোমান আহমদ, আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক ইমন চৌধুরী, ফাহাদ আহমদ, ফাহিম আহমদ, আইন ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক সিদ্দিকি আবুল আলাদ, ধর্ম বিষয়ক সম্পাদক বদরুল ইসলাম, উপ-দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান নাঈম, কার্যকরি সদস আলবাবুর রহমান সৌরভ, আবু তালেব সহ প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *