কোম্পানীগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

জাতীয় বিনোদন রাজনীতি

নিউজ লাইন: যুক্তরাজ্যে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন সাবেক ৩বারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার থানাবাজার পয়েন্টে শুক্রবার (১৭ জানুয়ারী) বন্ধু মহল সমাজ কল্যাণ পরিষদ কোম্পানীগঞ্জের উদ্যোগে দোয়া মাহফিল ও অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

পরিষদের সভাপতি ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সালাউদ্দিন রানার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শফিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সৈয়দ সারোয়ার রেজা।

এসময় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সারোয়ার রেজা বলেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ বিগত ১৭ বছরে দেশে যে সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাটের রাজনীতি করেছে বাংলাদেশের সাধারণ জনগণ এর সমুচিত জবাব দিয়ে ফ্যাসিবাদ খুনি শেখ হাসিনাকে দেশছাড়া করেছে।

তিনি আরোও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো নতুন করে বাস্তবায়নে যে ৩১ দফা জনগণের কাছে পেশ করেছেন, সেই ৩১ দফা বাস্তবায়নে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পরিকল্পনা বাস্তবায়নে তৃণমূলের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে পালন করতে হবে।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য শাহাবুদ্দিন শিহাব, রিপন আহমদ, বাচ্চু মিয়া, কোম্পানীগঞ্জ উপজেলা জিয়া সংসদের সাধারণ সম্পাদক সাইফুর রহমান, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাগর আহমেদ, সদস্য আজগর আলী, সফর আলী, ২ নং পূর্ব ইসলামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সদস্য নেকবর আলী, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি আক্তার হোসেন, ৬ নং দক্ষিণ রনিখিয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি করিম আহমদ, ১নং পশ্চিম ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সেলিম আহমদ, সাবেক অর্থ-পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি সোহাগ আহমেদ, এম সাইফুর রহমান ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা সাগর আলী, রেজাউল করিম, স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল আহমদ, আরজত আলী, আমীর আলী, সমর আলী, সাইকুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *