সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১২ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জামাদি জব্দ করা হয়।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ রণিখাই ইউনিয়নের খাগাইল বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার দুপুর ২টায় আসামিদের মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে খাগাইল বাজারে অভিযান চালায় পুলিশ। এসময় জুয়ার আসর থেকে নগদ ৩০ হাজার ২০ টাকা ও খেলার সরঞ্জামসহ ১২ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার কায়েতগাঁও গ্রামের ফকির মিয়া (৪০), রইছ মিয়া (৪৫), ইজ্জত উল্লাহ (২০), আবুল কাশেম (৩৭), কমর উদ্দিন (৩৮), দৌলত উর রহমান (৩৫), খাগাইল গ্রামের শাদুল্লাহ (৩০), ইসলাম উদ্দিন (৪০), মহিষখেড় গ্রামের মুহিবুর রহমান (৫০), রাজাপুর গ্রামের মানিক মিয়া (৪০), দরাকুল গ্রামের মঈন উদ্দিন (৪০) ও ভোলাগঞ্জ গ্রামের শাহানুর হোসেন (৩৬)।
শেয়ার করুন