বর্তমান সময়ে দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। ফুটবল দুনিয়াও অনেকটা এই দুই শিবিরে বিভক্ত। এর-ই মধ্যে নেইমার-মেসি বাহিনী তাদের শক্তিমত্তার পরিচয় দিতে সমর্থ হয়েছে। এদিকে জমে উঠেছে কাতার বিশ্বকাপের লড়াই, রাউন্ড অব সিক্সটিনও প্রায় শেষের দিকে।
আর ইতিমধ্যেই দুই ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল নিশ্চিত করেছে নিজেদের কোয়ার্টার ফাইনাল। আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় রাতে শেষ আটের লড়াইয়ে আলাদা ম্যাচে মাঠে নামবে নেইমার ও মেসির দল।
এদিকে আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ৯ টায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। আর দিবাগত রাত ১ টায় (১০ডিসেম্বর) নেদারল্যান্ডসের মুখোমুখি হবে লিওনেল মেসির আর্জেন্টিনা।
আর এই দুই ম্যাচে যারা জিতবে তাদের মধ্যে হবে সেমিফাইনালের লড়াই। ব্রাজিল ও আর্জেন্টিনা জয় লাভ করলে দেখা যাবে এই দুই ফটবল পরাশক্তির মেগা লড়াই। যা হবে গোট বিশ্বের ফুটবল অনুরাগীদের কাছে এক বিশাল উৎসবের বিষয়।
শেয়ার করুন