কোহলিকে ফিরিয়ে ড্রাইভিং সিটে বাংলাদেশ

খেলাধুলা

বাংলদেশের দেওয়া ১৪৫ রানে লক্ষে ব্যাট করতে নেমে চাপের মুখে ভারত। টাইগারদের বলিং চাপে ৩৭ রানে চার উইকেট হারিয়ে বসেছে তারা।

চাপে থেকে ব্যাটিং করা কোহলি মাত্র এক রান করে মেহেদী মিরাজের বলে মমিনুলের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন।

জয়ের জন্য ভারতের  দরকার ১০৮ রান। তবে ছেড়ে কথা বলছে না টাইগাররা। ভারতকে পরাজিত করতে তাদের দরকার মাত্র ছয় উইকেট।

তৃতীয় দিনের খেলা শেষ হতে এখনও তিন ওভার বাকি।

ভারতের জন্য ছোট লক্ষ্য হলেও প্রথম থেকেই রাহুল-কোহলিদের চেপে ধরেছেন সাকিব বাহিনী। দলীয় তিন রানে প্রথম ও ১২ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ভারতের আরেক ব্যাটারকে সাজঘরে পাঠিয়েছেন সাকিবরা।

১৩ দশমিক দুই ওভারে মিরাজ বল এগিয়ে এসে ডিফেন্স করতে গিয়ে ব্যর্থ হন ওপেনার শুভমন গিল। বল তার ব্যাট ফাঁকি দিয়ে চলে যায় উইকেট কিপার সোহানের হাতে। এরপর মুহূর্তেই স্টাম উপড়ে ফেলেন সোহান।

গিল ফেরেন ব্যক্তিগত সাত রানে। ভারতের খাতায় তখন রানের সংখ্যা ২৯।

এ পর্যন্ত মিরাজ দুটি এবং সাকিব একটি উইকেট নিয়েছেন।

এর আগে ইনিংসের তৃতীয় ওভারে সাকিব টার্নে পরাস্ত হন রাহুল (২)। ব্যাটে ছোঁয়া লেগে বল চলে যায় উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের গ্লাভসে।

এরপর সাত দশমিক দুই ওভারে আরেক বড় আঘাত করেন মেহেদী মিরাজ। এবার উইকেট কিপার সোহানের হাতে স্ট্যাপিং হন ওয়ান ডাউ নামা চেতাশ্বরা পূজারা (৬)। ভারতে খাতায় তখন রান মাত্র ১২।

বর্তমানে ব্যাট করছেন আকসার প্যাটেল ও জয়দেব উনাদকাট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *