জয় দিয়ে এবারের আসর শুরু করে চেলসি। দ্বিতীয় ম্যাচে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামিঙ্গোর কাছে হেরে গ্রুপ রানার আপ হয়ে শেষ ষোলোতে পৌঁছায় লন্ডনের ক্লাবটি।
রাউন্ড অফ সিক্সটিনে পর্তুগালের ক্লাব বেনফিকাকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে এনজো মারেস্কার শিষ্যরা। এরপর আরেক ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে তারা।
অন্যদিকে গ্রুপ এফ থেকে রানার আপ হয়ে শেষ ষোলো নিশ্চিত করে ফ্লুমিনেন্স। চমক দেখিয়ে রাউন্ড অফ সিক্সটিনে ইউরোপের ক্লাব ইন্টার মিলানকে হারায় থিয়াগো সিলভারা।
এরপর কোয়ার্টার ফাইনালে সৌদির ক্লাব আল হিলালকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায় ব্রাজিলের ক্লাবটি।