
ক্ষমতায় গেলে ‘মিথ্যা ওয়াদা নয়, বাস্তবতার ভিত্তিতে ইনসাফভিত্তিক উন্নয়ন করা হবে বলে জানিয়েছেন জাময়াতের আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “জনগণের ভোটে, তাদের ভালোবাসায়, তাদের সমর্থনে আমরা যতি দেশ সেবার সুযোগ পাই, সরকার গঠনের সুযোগ পাই তাহলে যৌক্তিকতার ভিত্তিতে, কোনো অলীক স্বপ্ন নয়, মিথ্যা ওয়াদা নয়, বাস্তবতার ভিত্তিতে আমাদের সর্বশক্তি এবং দেশের জনগণের যে সম্পদ, সেই সম্পদ দিয়ে আমরা ইনসাফ ভিত্তিক উন্নয়ন এবং সমস্যা সমাধানের উদ্যোগ গ্রহণ করব।”
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে নির্বাচনী জনসভায় যোগ দিতে উত্তরাঞ্চলে যাওয়ার আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এসব কথা বলেন ১০ দলীয় জোটের এ শীর্ষ নেতা।
জামায়াত আমির বলেন, “আমরা মানুষকে কেনার চিন্তা করি না। আমরা মানুষের জীবনের প্রতি সম্মান দেখাই। যারা নিজেরাই এই কাজ করেন তারা উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপানোর চেষ্টা করছেন।”
পোস্টাল ব্যালট নিয়ে তিনি বলেন, “পোস্টাল ব্যালট যাওয়া শুরু হয়েছে। বেশকিছু জায়গায় এখনো পৌঁছায়নি। সময় ঘনিয়ে এসেছে। নির্বাচন কমিশনকে এ ব্যাপারে যথাযথ উদ্যোগ নিতে অনুরোধ করব। এট যেন নিশ্চিত হয় এমন সময়ের ভেতরে এই ব্যালট যেন ভোট নিয়ে ফিরে আসতে পারে। না আসতে পারলে জাতির জন্য খুবই দুর্ভাগ্য হবে।”
এসময় প্রবাসীদের প্রতি অনুরোধ জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, “প্রবাসী ভাইদের কাছে অনুরোধ, এই যে অধিকারটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা যদি মজবুতভাবে প্রতিষ্ঠিত হয়, আপনারা যে বিভিন্নভাবে বঞ্চনার শিকার হন সেটার একটা শক্ত প্রতিকারের ব্যবস্থা আপনাদের হাতে তুলে দেয়া হয়েছে। কাজেই আপনি যাকে ভালোবাসেন, যে দলটাকেই পছন্দ করেন, যে ব্যক্তি আপনার পছন্দের, আপনি নিঃসঙ্কোচে তাকেই ভোট দেবেন। আপনার ভোটই নির্ধারণ করে দেবে আগামী দিনে এই দেশ কে পরিচালনা করবে।”
গণভোট নিয়ে জামায়াত আমির বলেন, “রাজনীতিতে আমরা যারা বড় ধরনের পরিবর্তন চাই, গণভোটে আমরা ‘হ্যাঁ’ বলব।”
তিনি বলেন, “আমরা ঐক্যবদ্ধভাবে যেহেতু জাতি গঠন করতে চাই, এককভাবে ও দলীয়ভাবে নির্বাচনে আমরা যাচ্ছি না। আমরা বাংলাদেশের সব দেশপ্রেমিক এবং ইসলামী দলগুলোকে নিয়ে একসাথে যাচ্ছি। ব্যতিক্রম কিছু থাকতে পারে। আমরা জাতিকে আশ্বস্ত করেছি, একা নয়, আমরা সবাই মিলে বাংলাদেশ গড়ব।”
শেয়ার করুন


