ক্ষমতা নয় জনগণের কল্যাণে কাজ করে জামায়াতে ইসলামী: গোবিন্দ প্রামাণিক

রাজনীতি

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতার জন্য নয়, বরং জনগণের কল্যাণে কাজ করে। এক বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামকে আমরা দেখতে চাচ্ছি জনগণের খেদমতকারী একটি দল হিসেবে। বহু আগে আমাদের সাংগঠনিক কাজে ফেনীতে গিয়েছিলাম, সব বাড়িতে ঘুরেছিলাম।তখন সেখানের হিন্দুরা বলেছিলো প্রত্যেক জেলে পরিবারকে জামায়াত নেতা জাল কিনে দিয়েছিল।

আমি জিজ্ঞেস করলাম কিসের জন্য, বললো আমরা গরিব মানুষ তাই দেয়। বললাম যে, তাইলে ভোট দিবেন তাদের! বলে যে-না। তো জামায়াত আসলে ভোটের আশার জন্য না, জনসেবার জন্যই এই কাজগুলো করে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *