খাদিমনগর ইউনিয়ন আনন্তঃ ক্রিকেট টুর্ণামেন্টের চ্যাম্পিয়ন ৭নং ওয়ার্ড

সিলেট

সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়
পরিষদ কতৃক আয়োজিত ১ম আন্তঃ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (২৪ জানুয়ারি) ধুপাগুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খাদিমনগর ইউনিয়ন আন্তঃ ক্রিকেট টুর্ণামেন্টের সভাপতি আমিনুর রহমান আল-আমীনে সভাপতিত্বে ও পরিচালনা কমিটির সদস্য লোকমান হোসেনের পরিচালনায় ইউনিয়ন আন্তঃ ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ৩নং খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদিমনগর ইউনিয়নের লিট্টল লন্ডন লিমিটেডের চেয়ারম্যান সৈকত আলী, সহধর্মিণী সেলিনা বেগম, খাদিমনগর ইউনিয়ন পরিষদের সচিব মো. আব্দুল খালিক, ৫নং ওয়ার্ডের মেম্বার নাজিম উদ্দীন ইমরান, ৭নং ওয়ার্ডের মেম্বার আনছার আলী, ২নং ওয়ার্ডের মেম্বার সিরাজুল ইসলাম, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার মোছা. হামিদা বেগম, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তার হোসেন, সিলেট সদর উপজেলা যুবলীগ নেতা দেলোয়ার হোসাইন, ইয়াংস্টার সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. মতিউর রহমান, সাধারণ সম্পাদক মো. আব্দুল বাছিত, হাজী আব্দুছ ছামাদ মেমোরিয়্যাল একাডেমির সহকারী শিক্ষক মো. আব্দুস সালাম, ইউনিয়ন আন্তঃ ক্রিকেট টুর্ণামেন্টের সদস্য ও ৫নং ওয়ার্ডের টিম মেম্বার আক্তার হোসেন, মানবসেবা সমাজকল্যাণ পরিষদের সভাপতি ও ৬নং ওয়ার্ডের টিম মেম্বার সালাহউদ্দিন ইমরান, সাহেবের বাজার প্রবাসী সমিতির উপদেষ্টা আব্দুল জব্বার, ৫নং ওয়ার্ডের টিম মেম্বার আবু সাঈদ শাহীন, আব্দুস শহীদ, ছাত্রনেতা সাইদুল আনম সুহেল, শামীম আহমদ, তাজউদ্দীন আহমদ প্রমুখ। খেলায় প্রতি পক্ষ ৫নং ওয়ার্ডকে ৪৮ রানে হারিয়ে  চ্যাম্পিয়নশিপ অর্জন  করে ৭নং ওয়ার্ড।

চ্যাম্পিয়ন ৭নং ওয়ার্ড ২৫ হাজার টাকা ও রার্নাসআপ ৫নং ওয়ার্ড ১২ হাজার টাকা, ৩য় স্থান অধিকারী ৩নং ওয়ার্ড ৩ হাজার টাকা ও ৪র্থ স্থান অধিকারী ৪নং ওয়ার্ডকে ২ হাজার টাকা প্রদান করা হয়। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিলোয়ার হোসেনসহ অতিথিবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *