খালেদা জিয়ার গাড়িবহরে হামলা: শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলা

জাতীয়

কাওরান বাজারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করেছেন এক বিএনপি নেতা।

রোববার (১৮ আগস্ট) শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১১৩ জনের বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তরের ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বাদি হয়ে মামলাটি করেন।

২০১৫ সালের ২০ এপ্রিল কাওরান বাজারে এলাকায় বিএনপি নেত্রী খালেদা জিয়া নির্বাচনী প্রচারণা চালাতে গেলে ৪০-৫০ জনের একটি দল ‘জয় বাংলা’ ‘কাওরান বাজারের মাটি আওয়ামী লীগের ঘাঁটি’ এধরনের স্লোগান দিয়ে তার গাড়িবহরের ওপর হামলা চালায় বলে অভিযোগ ওঠে।

সেসময়ে বিএনপি অভিযোগ করে, খালেদা জিয়ার গাড়িবহরে হামলাকারীরা ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও শাহবাগ থানা শাখার নেতাকর্মী।
এর পরদিন ২১ এপ্রিল বিএনপি কর্মীরা আওয়ামী লীগ কর্মীদের ওপর হামলা করেছে অভিযোগ করে বিএনপির অজ্ঞাত ১০০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন মহানগরের ২৬ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক জিল্লু।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *