খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ

জাতীয়

স্বীকৃতি বিশ্বাস স্টাফ রিপোর্টারঃ

আগামী (২২ অক্টোবর) শনিবার খুলনা বিভাগীয় গণসমাবেশ সর্বাত্মক সফল করার লক্ষ্যে প্রস্তুতির অংশ হিসাবে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে যশোর জেলা বিএনপি।
তারই অংশ হিসাবে আজ (১৬ অক্টোবর) রবিবার সকাল এগারোটায় যশোর সদরের চাঁচড়া ইউনিয়নের পুলের হাট বাজারে গণ-সংযোগ ও লিফলেট বিতরণ করেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। লিফলেট বিতরণে আরো উপস্থিত ছিলেন, যশোর জেলা বিএনপি’র আহবায়ক নার্গিস বেগম, যুগ্ন আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপি’র সাধারণ সম্পাদক এহসান-উল-হক সেতু, জেলা বিএনপি’র সদস্য সিরাজুল ইসলাম,সদর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন।
এ সময় বিএনপি নেতারা ব্যবসাপ্রতিষ্ঠান ও পথচারী, যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে লিফলেট বিলি করেন।
উল্লেখ্য জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতা-কর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবিতে ২২ অক্টোবর খুলনায় বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *