খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের মাসিক বৈঠক অনুষ্ঠিত

সিলেট

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের মাসিক বৈঠক শনিবার (১৫ অক্টোবর) বাদ মাগরিব লালদিঘীরপাড়স্থ মজলিস কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মাওলানা এমরান আলম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

বৈঠকে নভেম্বর মাসকে কেন্দ্রের পক্ষ থেকে দাওয়াতি মাস ঘোষণা করায় সিলেট মহানগর শাখার পক্ষ থেকে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনার মধ্যে রয়েছে পোষ্টারিং লিফলেট বিতরণ ও বিভিন্ন ওয়ার্ডে দাওয়াতি মাহফিল, গ্রæপভিত্তিক দাওয়াত, এবং আগামী ১৫ নভেম্বর শহীদ সুলেমান হলে সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে জ¦ালানী তেল ও দ্রব্যমুল্যের উর্ধ্বগতি এবং দলীয় মহাসচিব আল্লামা মামুনুল হক সহ আলেম উলামাদের নেতৃবৃন্দের মুক্তির দাবিতে কর্মী সমাবেশ।

বৈঠকে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি ডাঃ মাওলানা আব্দুল আহাদ, মাওলানা মুহাম্মদ সানা উল্লাহ, অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, সহ-সাধারণ সম্পাদক ডাঃ মোস্তফা আহমদ আজাদ, মোঃ আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক মাওলানা কমর উদ্দিন, হাফিজ কয়েস আহমদ, বায়তুল মাল সম্পাদক রোটারিয়ান মাওলানা ইলিয়াস আহমদ, সহ-বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল মান্নান আজাদ চৌধুরী, প্রচার সম্পাদক হাফিজ সিরাজ উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মাওলানা ফয়জুন নুর, ক্বারী মাওলানা আবুল হোসাইন, হাফিজ মওলানা ফয়েজ আহমদ, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা আব্দুল মুহাইমিন, ক্বারী মাওলানা মিছবাউল হক, মুহাম্মদ ছাব্বির আহমদ প্রমুখ।

দেশ জাতি মুসলিম উম্মাহ ও মহানগর শাখার বিভিন্ন দায়িত্বশীলদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *