চ্যাম্পিয়নস ট্রফিতে ভরাডুবির পর বর্তমানে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) নিয়ে ব্যস্ত বাংলাদেশের ক্রিকেটাররা। চলতি মাসের প্রায় পুরোটাই ডিপিএল খেলে কাটবে তাদের। তবে আগামী মাসের শুরুর দিকেই আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন জাতীয় দলের ক্রিকেটাররা।
বিসিবি সূত্র জানিয়েছে, আগামী মাস তথা এপ্রিলে বাংলাদেশ সফর করবে জিম্বাবুয়ে জাতীয় দল। আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুসারে এই সফরে স্বাগতিকদের সাথে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল জিম্বাবুয়ের। তবে উভয় ক্রিকেট বোর্ডের সমঝোতার প্রেক্ষিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বাদ দিয়ে দুটি টেস্ট ম্যাচ খেলার সিদ্ধান্ত হয়েছে।
জিম্বাবুয়ে দল বাংলাদেশে আসবে ১৫ এপ্রিল। এরপর প্রথম টেস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ২০ এপ্রিল।
দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রাম, শুরু হবে ২৮ এপ্রিল থেকে।
জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা করা হবে ঈদের পরে।
সর্বশেষ ২০২০ সালে বাংলাদেশের মাটিতে টেস্ট খেলেছিল জিম্বাবুয়ে। সে ম্যাচে তারা হারে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে।
২০২১ সালে বাংলাদেশ গিয়েছিল জিম্বাবুয়ে সফরে। একমাত্র টেস্টে ২২০ রানের জয় পায় টাইগার বাহিনী।
শেয়ার করুন