আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও তাদের নেতৃত্বাধীন ১৪ দলের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। এ দাবিতে আজ সোমবার (১২ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনের কাছে লিখিত আবেদন জমা দেয় দলটির একটি প্রতিনিধি দল।
আবেদন জমা শেষে সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য পাঠ করেন গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সচিব হাসান আল মামুন।
তিনি বলেন, ‘জুলাই গণহত্যায় সরাসরি জড়িত থাকা এবং ছাত্র-জনতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছি। তাদের জোটসঙ্গী জাতীয় পার্টিসহ ১৪ দলও গণহত্যায় সমর্থন জানিয়ে অপরাধে অংশ নিয়েছে। গত ১৬ বছরে আওয়ামী লীগ যে একদলীয় ফ্যাসিবাদী শাসন চালিয়েছে, তাতে জাতীয় পার্টিসহ জোটের অন্যান্য দলগুলো সক্রিয়ভাবে সহযোগিতা করেছে।’
তিনি আরও বলেন, ‘গত তিনটি একতরফা নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে ১৪ দল ও জাতীয় পার্টি আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংসে অংশ নিয়েছে। গুম, ক্রসফায়ার, দুর্নীতি, ব্যাংক লুট, রাষ্ট্রীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে এসব দল রাষ্ট্রদ্রোহীতায় লিপ্ত হয়েছে।’
গণঅধিকার পরিষদ তাদের আবেদনে উল্লেখ করেছে, ‘জনগণের প্রতি চরম বর্বরতা ও রাষ্ট্রীয় অপরাধের কারণে এই দলগুলোকে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করে নিবন্ধন বাতিল করা হোক। একইসঙ্গে তাদের যথাযথ আইনি শাস্তির আওতায় আনতে হবে।’
এ সময় গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান, যুগ্ম মহাসচিব মাহফুজুর রহমান খান, গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, দপ্তর সমন্বয়ক শাকিল উজ জামান, উচ্চতর পরিষদ সদস্য হাবিবুর রহমান রিজু এবং যুব অধিকার পরিষদের সভাপতি মঞ্জুর মোরশেদ মামুন উপস্থিত ছিলেন।
শেয়ার করুন