এবারের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিক দল গণতন্ত্রী পার্টির সবার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে নির্বাচন কমিশনের উপসচিব মো. মাহবুব আলম শাহ্ স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়, নির্বাচন কমিশনের সঙ্গে নিবন্ধিত গণতন্ত্রী পার্টি নামীয় রাজনৈতিক দলটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দেওয়া পৃথকভাবে দাখিল করা কমিটি নামঞ্জুর করেছে কমিশন। কারণ গণতন্ত্রী পার্টি নামীয় রাজনৈতিক দলের অনুমোদিত কোনো কমিটি বর্তমানে বিদ্যমান নেই।
গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির দ্বন্দ্বের কারণে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৫টি আসনে জমা দেওয়া সব প্রার্থীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ইসি।
এর আগে, গণতন্ত্রী পার্টির দু’পক্ষের সঙ্গে নির্বাচন কমিশন বৈঠক করে। বৈঠক শেষে কমিশন কোনো সিদ্ধান্ত দেয়নি। গণতন্ত্রী পার্টি নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল হলেও সম্প্রতি দলটি দুভাগে বিভক্ত হয়েছে। এ কারণে সম্প্রতি নির্বাচন কমিশন রাজনৈতিক দলগুলোকে সংলাপের জন্য আমন্ত্রণ জানালেও গণতন্ত্রী পার্টির একটি পক্ষকেও চিঠি দেয়নি।
ওই ঘটনার পর দলটির কোন অংশ নির্বাচন কমিশনের নিবন্ধিত, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। তাই তাদের প্রার্থীদের দেওয়া দলীয় মনোনয়নে কার সই থাকবে সেটিও কমিশনের কাছে স্পষ্ট করতে পারেনি দলটির প্রার্থীরা।
শেয়ার করুন