
ছুরিকাঘাতে ডালিম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি ময়মনসিংহ জেলার মেরেঙ্গা গ্রামের লোকমান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ক্বীন ব্রীজ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে কয়েকজন যুবক ডালিমকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
স্থানীয়রা দ্রুত তাকে গুরুতর আহত অবস্থায় সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
তিনি জানান, এটি ছিনতাইয়ের ঘটনায় ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
শেয়ার করুন