গভীর রাতে ফেসবুকে পোস্ট শাবি শিক্ষার্থীর : সকালে মিলল ঝুলন্ত লাশ

সিলেট

ডেস্ক রিপোর্ট : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) থেকে আরিফ মিয়া নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আরিফ শাবির সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষা্র্থী । তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়ায় ।বিষয়টি নিশ্চিত করেছেন শাবি প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী।

বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের বরাত দিয়ে তিনি বলেন, ‘আনুমানিক ভোর ৪টায় সে গলায় ফাঁস দিয়েছে। সকাল ৮টায় পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তার প্রাণহানির সুনির্দিষ্ট কারণ জানা যায় নি। তার মানসিক সমস্যা ছিল বলে জেনেছি। এর আগেও একবার এমন চেষ্টা করেছিল । সে মানসিক সমস্যায় চিকিৎসাধীন ছিল। পুলিশ ময়না তদন্ত করবে। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে, তারা আসতেছেন।’

এর আগে বুধবার দিবাগত রাত দুইটা পর্যন্ত আরিফের ফেসবুকে একাধারে অনেকগুলো পোস্ট দেখা যায়। সেগুলোতে অপ্রাপ্তির ছাপ ছিল লক্ষণীয় ।

সর্বশেষ পোস্টে লেখা ছিল,‘বিষণ্ণ রজনী, কিছু চাওয়ার নেই। কিছু পাওয়ার নেই। ছাড়তে হবে চেনা গলি, চেনা রাস্তা, চেনা জগৎ। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। দুনিয়াটা খুবই নিষ্ঠুর। এই যে প্রেম, এই যে সৌন্দর্য, এই যে শরীর, নিরর্থক। এখানে স্রষ্টার নজর ও আসে না। সময় মেপে নিয়ম করে সূর্য-চন্দ্র জিইয়ে রাখে কিছু আকুল প্রাণ। জীবনটা এখানে কীটপতঙ্গের। ভালোবাসা এখানে স্থবির।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *